ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

চাঁদপুরের নৈশ প্রহরী আলমের পরিবার দিশেহারা

প্রকাশিত : ১৫:৫০, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫০, ১৯ সেপ্টেম্বর ২০১৬

প্রিয়জনকে হারিয়ে দিশেহারা চাঁদপুরের হাজিগঞ্জ রয়েল মার্কেটের নৈশ প্রহরী আলমের পরিবার। ২ লাখ ৪০ হাজার টাকা চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করেন আলম। তাকে নির্দোষ দাবি করে আত্মহত্যায় প্ররোচণা দেয়ায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আলমের পরিবার। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। চুরির অপবাদে স্বামীর মৃত্যু কিছুতেই মানতে পারছেন না আলমের স্ত্রী। রোববার হাজিগঞ্জের রয়েল মার্কেটের জোনাকি শপিং সেন্টারে চুরি হয়। মালিকপক্ষ দায় চাপায় নৈশ প্রহরী আলমের উপর। বারবার অস্বীকার করলেও জোর করে নেয়া হয় স্বীকারোক্তি। বিচারের শেষ পর্যায়ে ক্ষোভে নিজের গলায় ছুরি চালান তিনি। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আলম। বাবাকে নির্দোষ দাবি করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছে আলমের মেয়ে। আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে জোনাকি শপিং সেন্টারের মালিক প্রাণকৃষ্ণ সাহাসহ ৪ জনের নামে মামলা দায়ের করেছেন আলমের স্ত্রী। পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ’ বিষয়ে কথা বলতে গেলে জোনাকি শপিং সেন্টারে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি