ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদা না পেয়ে ফতুল্লায় ডাইং ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলা

মাহতাব মিনহাজ

প্রকাশিত : ২২:১২, ২৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদা না পেয়ে নারায়নগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় 'একতা' নামে একটি ডাইং ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হন প্রতিষ্ঠানটির মালিক সোহাগ মিয়াসহ তার ছেলে তানভির আহমমেদ ইফাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, কায়েমপুরের পিঠালিপুল এলাকায় সন্ত্রাসী ও মাদকাসক্ত হিসেবে পরিচিত মামুন (২৭) ও মো. সিফাত (২৪) এলাকার কিছু সন্ত্রাসী নিয়ে সংঘবদ্ধভাবে শনিবার বিকেলে একতা ডাইংয়ে এসে সোহাগ মিয়ার কাছে চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা সোহাগ মিয়াকে শারিরীকভাবে লাঞ্চিত করার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলেকেও আঘাত করে তারা।

হামলার শিকার সোহাগ মিয়া জানান, সন্ত্রাসীরা শুধু হামলা করেই থেমে থাকেনি; তার পরিবারকেও হুমকি দেয় তারা। এ ব্যপারে ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

হামলার বিষয়ে এই প্রতিবেদকের সঙ্গে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা হলে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশের একটি টিম পাঠান তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। 

/আআ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি