চাঁদা না পেয়ে হাট ইজারাদারের ৩ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা
প্রকাশিত : ১২:৫৮, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৩:২৫, ২০ জুন ২০১৭
চাঁদা না পেয়ে ও হাটের একাংশ দখল করতে না পেরে হাট ইজারাদারের ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
গুরুতর আহত ২ জনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৯ সন্ত্রাসীর বিরুদ্ধে গাইবান্ধা থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিবরন থেকে জানা যায়, দরপত্র অনুযায়ী আরিফ মিয়া রিজু নামে এক ব্যাক্তি গাইবান্ধার দাড়িয়াপুর হাটের ইজারা পায়। এর পরেই তার কাছে ওসমান আলী ও তার দলের সন্ত্রাসী বাহিনী ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। হাট ইজারাদারের ম্যানেজার চাঁদা দিতে অস্বীকার করে চাঁদাবাজরা তাদের পিটায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে । তাদের চিৎকারে লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আরও পড়ুন