ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৮:০৩, ১৫ মে ২০১৭

চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রামের অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন।
সোমবার সকালে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ’ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, নতুন ব্রিজ থেকে নিউমার্কেট পর্যন্ত একশ’ ৩০টির বেশি টেম্পো চলাচল করে। স্থানীয় একদল সন্ত্রাসী টেম্পো চালকদের মারধর করে তাদের কাছ থেকে প্রতিদিন চাঁদা আদায় করে। পুলিশকে জানানো হলেও, সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন শ্রমিক ইউনিয়নের নেতারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি