ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

চাঁদে পর্যটক পাঠাবে স্পেস এক্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১৬ জুন ২০১৭ | আপডেট: ১৩:৩১, ১৭ জুন ২০১৭

২০১৮ সালের মধ্যে চাঁদে পর্যটক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্স। পর্যটক হিসেবে চাঁদের চারপাশে ভ্রমণের সুযোগ পাবেন দুই ব্যক্তি।

স্পেসএক্স এর প্রধান নির্বাহী এলোন মাস্ক বলেন, মহাকাশ ভ্রমণে আগ্রহী দুই পর্যটক ‘এরই মধ্যে ভ্রমণ খরচ দিয়েছেন’।

“গত ৪৫ বছরের মধ্যে এই প্রথম সাধারণ মানুষ মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফেরার সুযোগ পাচ্ছে।”

তবে ওই দুই ব্যক্তির নাম প্রকাশ করেনি স্পেসএক্স কর্তৃপক্ষ। তারা যে মহাকাশযানে করে মহাকাশে যাবেন সেটিকে পরীক্ষার জন্য এ বছরের শেষ দিকে প্রথমে মানুষ্যহীনভাবে যানটি মহাকাশে পাঠানো হবে।

মাস্ক বলেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার সহযোগিতায় এই পরিকল্পনা সফল করা সম্ভব।

দুই পর্যটকের পরিচয় প্রকাশ না করলেও মাস্ক বলেন, তারা একে অপরের পরিচিত এবং তারা হলিউডের কেউ নন।

“অ্যাপলো মহাকাশচারীদের মতো তারাও মানবতার আশা ও স্বপ্ন নিয়ে মহাকাশে পাড়ি জমাবেন। মানব মনের সার্বজনীন অনুসন্ধানী মন নিয়ে এ অভিযান পরিচালিত হবে।”

“আমরা তাদের স্বাস্থ্য ও সুস্থতার পরীক্ষা নেব। এ বছরের শেষ দিকে তাদের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হবে।”সূত্র : নিউইয়র্ক টাইমস।

 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি