চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি
প্রকাশিত : ১০:৫৮, ১১ মে ২০১৭ | আপডেট: ১৪:৪৯, ১২ মে ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে জেলার প্রধান অর্থকরী ফসল আমের ব্যাপক ক্ষতি হয়েছে। আম চাষীরা বলছেন ফলন বিপর্যয়ের পাশাপাশি লোকসানের মুখোমুখি হবেন তারা। যদিও কৃষি বিভাগের দাবি, ২০ শতাংশ আম নষ্ট হয়েছে। কিন্তু বেসরকারি হিসেবে এ ক্ষতি প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ।
আর কয়েক সপ্তাহ পরেই বাজারে আসতো এসব আম। কিন্তু তা আর হলনা। চাঁপাই নবাবগঞ্জে শিলাবৃষ্টি আর কালবৈশাখি ঝড়ে এমন দশা প্রায় সব আমবাগানে।
এ বছর চাঁপাইনবাবগঞ্জে ২৬ হাজার ১৫০ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। আমবাগানগুলোতে এবার রেকর্ড পরিমাণ মুকুল ও ভাল ফলনে সবাই আশায় বুক বেঁধেছিল। কিন্তু প্রায় পেকে যাওয়া আম ঝরে পড়ায় হতাশ আমচাষী, বাগানমালিক ও ব্যবসায়ীরা।
বেসরকারি হিসেবে এবার ৫০ থেকে ৬০ শতাংশ আম বাগান থেকে ঝড়ে পড়েছে। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে ক্ষতি হয়েছে ১০ থেকে ২০ শতাংশ।
ক্ষতিগ্রস্থ আমচাষিদের সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসন।
গত বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের উৎপাদন হয়েছিল ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন।
আরও পড়ুন