ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, আটক ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:২৯, ২৬ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৩ জনকে। শিবগনগর ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাশাসন।
গোপন সংবাদ পেয়ে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে কানসাটে একটি বাড়ি ঘেরাও করে কাউন্টার ট্রেরোরিজম সদস্যরা। সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে শিবনগর ত্রিমোহনী এলাকায় একটি বাড়ি ঘেরাও করা হয়। এরপর ঘটনাস্থলের আশপাশের বাড়ির লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এসময় ওই বাড়ির ভীতর থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে। পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এদিকে ঢাকা থেকে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত সদস্যরা রওনা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি