ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২৩ জুলাই ২০১৮ | আপডেট: ১১:১১, ২৩ জুলাই ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে ইসলামপুর তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম।

ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সদস্য সচিব সামিউল হক লিটন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনজুর রহমান, ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর খৈয়াম, ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আক্তারুজ্জামান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণের চুক্তি মূল্য ধরা হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯২ হাজার নয়শত টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন এন্টারপ্রাইজ ভবণ নির্মানের কাজ শুরু করেছে।

পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সেই লক্ষে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঔ এলাকার মানুষের সুবিধার্ধে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি