ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৭ জুন ২০২৪

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বজ্রপাতে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।  আজ শুক্রবার দুপুরে ঝড়বৃষ্টির সময় বজ্রপাত হলে তারা মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, শুক্রবার বেলা দুইটার দিকে শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গায় বজ্রপাতের শিকার হয় হরিজন পল্লীর ববি ভক্ত (৩২) নামে এক নারী।  নিহত নারী আলীডাঙ্গা মহল্লার সুভাস ভক্তের স্ত্রী। বাড়ির সামনে বসে থাকা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশিপাড়ায় বিকেল ৩টার দিকে বাড়ির পেছনে টিউবওয়েলের পানি আনতে যায় শিশু কবিতা খাতুন (১১)। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। মারা যাওয়া শিশু কবিতা দক্ষিণপাকা নিশিপাড়ার এরশাদ আলীর কন্যা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এ খবর নিশ্চিত করেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি