চাকরি বাঁচাতে আখ চাষে চিনি শ্রমিকরা (ভিডিও)
প্রকাশিত : ১০:৫০, ৭ জুন ২০১৮ | আপডেট: ১২:৫৩, ৭ জুন ২০১৮
ক্রমাগত লোকসানে ঠাকুরগাঁওয়ে প্রকৃত চাষীরা মুখ ফিরিয়ে নিয়েছেন আখ চাষ থেকে। তবে চাকরি বাঁচাতে ও বকেয়া আদায়ে আখ চাষ করছেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। এদিকে, উৎপাদিত চিনি বিক্রি করতে না পারায় বেতন পরিশোধ করা যাচ্ছে না বলে জানায় মিল কর্তৃপক্ষ।
আখক্ষেতে কর্মরত এরা কেউ প্রকৃত চাষী নন। চিনিকলের শ্রমিক-কর্মচারী তারা।
আখের অভাবে বন্ধ হবার উপক্রম কল। আর চিনিকল না থাকলে চাকরিও থাকবে না তাদের। এমনিতেই বকেয়া পাঁচ মাসের বেতন-ভাতা। তাই কল বাঁচাতে নিজেরাই নেমেছেন আখচাষে।
সময়মতো টাকা পরিশোধ না করা, উন্নত বীজ ও কীটনাশক সরবরাহে গড়িমসি এবং অন্য ফসল চাষে বেশি লাভবান হওয়ায়, আখচাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন জেলার চাষীরা।
বর্তমানে ৪ হাজার ৯৪৩ মেট্রিক টন চিনি পড়ে আছে জানিয়ে মিল কর্মকর্তা জানান, সময়মতো বিক্রি না হওয়ায় এমন সংকট তৈরি হয়েছে।
সংকট কাটাতে জেলায় এবার ৮ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও আবাদ হয়েছে ৬ হাজার একর জমিতে।
আরও পড়ুন