চান্দিনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৮৮তম শাখার উদ্বোধন
প্রকাশিত : ২০:১৪, ২২ জুন ২০২১
কুমিল্লার চান্দিনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৮তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২২ জুন, মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আলহাজ্ব আবু নাছের মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। এসময় ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এসএম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনাল হেড এ কে এম মোস্তাফিজুর রহমানসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, ওয়ার্ড কমিশনার তোফায়েল আহমেদ জনি, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামস মো. ইলিয়াস এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মজনুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। নতুন শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মো. আবু নাছের মোহাম্মদ ইয়াহিয়া বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহআল্লাহ।
কেআই//
আরও পড়ুন