ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চামড়া কারখানায় ‘বিষক্রিয়ায় ‘ ২ শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ২ মে ২০১৮

রাজধানীর ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীর একটি কারখানায় ‘রাসায়নিক বিষক্রিয়ায়দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো একজন। বুধবার বিকেলে  চামড়া শিল্প নগরীর ঝাউচর এলাকার প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজের ওই কারখানায় দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দু’জন শ্রমিক হলেন- মাহবুব (৫০) ও হাসান (২৫)। আর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোয়াজ্জেম (২৫)।

ওই কারখানার রাজু নামের এক শ্রমিক গণমাধ্যমকে জানান, রাসায়নিক বিষক্রিয়ায় হাসান ঘটনাস্থলেই মারা যান। অসুস্থ অবস্থায় মাহবুব ও মোয়াজ্জেমকে ঢাকা মেডিকেলে আনা হলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মাহবুবকে মৃত ঘোষণা করেন।

চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী গণমাধ্যমকে বলেন, ওই তিন জন কারখানার ভেতরে কেমিক্যাল মেশানোর কাজ করার সময় হঠাৎ রাসায়নিক বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। তখন অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসানের মৃত্যু হয়। বাকি দু’জনকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবও মারা যান।

মোয়াজ্জেম এখন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি