চামড়া শিল্পে ১৫ দিনে ২ হাজার ৬৮৬ কোটি টাকা ক্ষতি
প্রকাশিত : ১৯:২১, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:১৩, ২৭ এপ্রিল ২০১৭
উৎপাদন বন্ধ থাকায় চামড়া শিল্পে ১৫ দিনে ২ হাজার ৬৮৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্যানারি শিল্প মালিকরা। তারা বলেছেন, রফতানিতে ক্ষতি হয়েছে এক হাজার ১১ কোটি টাকা।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদের নেতারা এ দাবি। এ সময় তারা বলেন, সাভারের চামড়াশিল্প নগরীতে ১৫৫টি ট্যানারির অনুমোদন দেয়া হলেও গ্যাস সংযোগ দেয়া হয়েছে মাত্র ৯টিতে। সংবাদ সম্মেলনে বলা হয়, বিসিকের অদক্ষতার কারণে চামড়াশিল্প নগরীতে এখন পর্যন্ত সিইটিপি সঠিকভাবে কাজ করছে না। এছাড়া ড্যাম্পিং ইয়ার্ড নির্মাণ হয়নি। এছাড়া ক্রোম রিকভারি ইউনিট ও স্লাজ পাওয়ার জেনারেটর সিস্টেম কম্পোনেন্টের নির্মাণকাজ এখনো শুরু হয়নি বলে জানান চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদের নেতারা।
আরও পড়ুন