ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চার উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২২

দলীয় ৫৬ রানে ২ উইকেট হারিয়ে অনেকটা পিছিয়ে যায় আফগানিস্তান। তবে রানের চাকা সচল রাখেন রহমত শাহ। কিন্তু এই ব্যাটারকে ইনিংস দীর্ঘ করতে দিলেন না তাসকিন আহমেদ। ডানহাতি এই টাইগার পেসারের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি। ফেরার আগে রহমত করেন ৬৯ বলে ৩৪ রান। এখানেই শেষ নয়, আফগানরা ম্যাচের চতুর্থ উইকেট হারায় শত রান টপকানোর পরেই।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সকালে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

তৃতীয় ওভারের তৃতীয় বলে মোস্তাফিজকে মিড উইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ক্যাচ দেন তামিম ইকবালের হাতে। হার্ড হিটার এই ওপেনার সাজঘরে ফেরেন ১৪ বলে ১ চারে ৭ রান করে।

পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪১ রান তোলে আফগানরা। গুরবাজের বিদায়ের পর সুযোগ এসেছিল ইবরাহিম জাদরানকে ফেরানোর। তাসকিনের করা ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন স্কয়ার লেগে। বাউন্ডারি লাইনে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ নিতে পারেননি ক্যাচ।

৩ রানে নতুন জীবন পাওয়া ইবরাহিম ও রহমত শাহ স্কোর বোর্ডে যোগ করেন আরও ৪৫ রান। শেষ পর্যন্ত ইবরাহিমকে ফেরান শরিফুল ইসলাম। স্লিপে থাকা ইয়াসির আলীর হাতে ১৯ রানে ক্যাচ দেন ইবরাহিম।

তৃতীয় জুটিতে চাপ মুক্ত করছিলেন হাশমতউল্লাহ শহিদী ও রহমত। তবে দুজনের জুটি লম্বা হতে দেননি তাসকিন আহমেদ। দলীয় ৭৯ রানের মাথায় তাসকিনের বলে রহমত ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে। ৬৯ বলে ৩ চারে ৩৪ রান করে ফিরেছেন সাজঘরে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি ও মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড
হাশমত শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমত ওমরজাই, ফরিদ আহমাদ, ফজল হক ফারুকি, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও মালিক।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি