ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চার কার্যদিবস পর সূচকের পতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২৫ এপ্রিল ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ এপ্রিল) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সকালে লেনদেনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও পরে তা পতনমুখী অবস্থানে নেমে আসে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর আগে টানা চার কার্যদিবস পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী ছিল।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। গত এক বছরের হিসাবে ডিএসইতে লেনদেনে অবনতি হচ্ছে।

একই সঙ্গে সোমবার ডিএসই ও সিএসইতে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৩২ পয়েন্ট বা ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৬.৯১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৬.৯০ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৫৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫৪.৬৩ পয়েন্টে এবং ২ হাজার ৪৭৬.৫৭ পয়েন্টে।

ডিএসইতে ৫৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩০২ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সোমবার ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির বা ২৯.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২২২টির বা ৫৮.৭৩ শতাংশের। ৪৩টি বা ১১.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত আছে।

অপর শেয়ারবাজার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.৫৯ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০৯.৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১১১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত আছে ২৭টির। আজ সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি