ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

চার কোটির মাইলফলক ছাড়াল রবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৫ অক্টোবর ২০১৭

দেশের দ্বিতীয় মোবাইল ফোন অপারেটর হিসেবে চার কোটির মাইলফলক অতিক্রম করেছে রবি-অজিয়াটাগত আগস্ট মাসে চার কোটি কার্যকর সংযোগের অপারেটরে পরিণত হয় এ মোবাইল ফোন অপারেটরটি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মোবাইল গ্রাহক ও সেবা সংক্রান্ত  প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ০১৮ ও ০১৬ সিরিজের নম্বর মিলে আগস্ট মাস পর্যন্ত রবির চার কোটি ৬ লাখ ৬৯ হাজার সিম কার্যকর আছে। এর আগে গত জুলাইয়ে এয়ারটেলকে নিজের ব্র্যান্ডে একীভূত করে নেওয়ায় রবির কার্যকর সংযোগ ছিল তিন কোটি ৯৮ লাখ ৯২ হাজার।

রবি চার কোটির মাইলফলক পেরুলেও প্রথম অপারেটর গ্রামীণফোন থেকে অনেক পেছনে আছে। প্রতিবেদন বলছে গ্রামীণফোনের কার্যকর সংযোগ ছয় কোটি ৩১ লাখ ২৭ হাজার। আর বাংলালিংকের তিন কোটি ২২ লাখ ৭২ হাজার ও টেলিটেকের ৩২ লাখ ৩৪ হাজার কার্যকর সংযোগ রয়েছে।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি