চার ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল স্বাভাবিক
প্রকাশিত : ০৯:৪৪, ১৯ মার্চ ২০২৪ | আপডেট: ১০:২৭, ১৯ মার্চ ২০২৪
টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের চলাচল।
সোমবার রাত নয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনটি দুর্ঘটনার পর প্রথমে বগিগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর ক্ষতিগ্রস্থ বগি ক্রেন দিয়ে উপরে তুলে লাইনে তোলা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় মধ্যরাতে বিপাকে পড়েন অনেক যাত্রী। বিশেষ করে মঙ্গলবার সকালে জেল পুলিশের (কারারক্ষী) পরীক্ষা থাকায় বহু চাকরিপ্রার্থী বিপাকে পড়েছেন। এসব চাকরিপ্রার্থীদের চোখেমুখে হতাশার ছাপ দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার কর্মকর্তা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকায় রওয়ানা হওয়ার পর বগি লাইনচ্যুত হয়। ট্রেনের চাকায় ত্রুটির কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এএইচ
আরও পড়ুন