ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চার ঘন্টা পর স্বাভাবিক ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ১৬ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

শ্রমিক অবরোধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চার ঘন্টা চলাচল বন্ধ থাকার পর দাবি পূরণের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২১ দফার দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের রাস্তা থেকে সরে যেতে বললে, দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক না ছাড়ার ঘোষণা দেন তারা। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের দু’পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। তিনি আন্দোলনকারীদের অবরোধ তুলে নেবার অনুরোধ করেন এবং দাবি পূরণের আশ্বাস দেন। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মালিক পক্ষের  সাথে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। দুপুর ১২টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি