ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চার তারকার আইপিএল থেকে নাম প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৬ ডিসেম্বর ২০১৮

১৮ ডিসেম্বর জয়পুরে বসবে দ্বাদশ আইপিএলের নিলামের আসর। তার আগে আইপিএলের নিলাম তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার চার তারকা ক্রিকেটার। আগের দিন অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল নিজেদের নাম প্রত্যাহার করে নিলে পরের দিন তালিকা থেকে নিজেদের সরিয়ে রাখতে অনুরোধ করেন পেসার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।

গত মৌসুমে ফিঞ্চ খেলেছেন কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে। আর ম্যাক্সওয়েল ছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে (নাম বদলে দিল্লি ক্যাপিটালস)। একজনও সেভাবে পারফর্ম করতে পারেননি। দশ ম্যাচে ১৩৪ রান করেন ফিঞ্চ। ম্যাক্সওয়েল করেন ১২ ম্যাচে ১৬৯ রান।

গতবার ইনজুরির কারণে খেলা হয়নি স্টার্ক এবং কামিন্সের। জাতীয় দলের ঠাসা ক্রীড়াসূচির কথা মাথায় রেখে ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চ এবার আইপিএল নিলাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন বলে জানা যায়। আর আইপিএলের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটেই মনোনিবেশ করতে চান এই চার তারকা অজি ক্রিকেটার।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি