ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চার ম্যাচ পর জয় পেল কেকেআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ২৭ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

আইপিএলে চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো কলকাতা নাইট রাইডার্স। রয়ের চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ২১ রানে হারিয়েছে নিতিশ রানার দল।

বেঙ্গালুরুর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০০ রানের বড় সংগ্রহ পায় কলকাতা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার জেসন রয়। ২৯ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন ইংলিশ এই ওপেনার।

এছাড়া ভিনকাতেশ আইয়ার ৩১ এবং ২১ বলে ৪৮ রানের ঝরো ইনিংস খেলেন নিতিশ রানা। ৩ চার আর ৪ ছক্কায় এই রান করেন রানা।

ধনঞ্জয়া ডি সিলভা ২৪ রানে নেন ২টি উইকেট। ভিশাখ ২ উইকেট পেলেও খরচ করেন ৪১ রান।

জবাবে ভালো শুরু করলেও পরে এসে ডু-প্লেসি, শাহাবাজ ও গ্লেন ম্যাক্সওয়েলের দ্রুত বিদায়ে চাপে পরে ব্যাঙ্গালুরু। 

বিরাট কোহলির ৫৪ রানের ইনিংসেও ১৭৯ রানের বেশি করতে পারেনি তারা। 

বরুন চক্রবর্তী নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি