ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

চারদিকে শুধু পানি আর পানি, সংকট সুপেয় পানির (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১৩:৫৩, ১০ এপ্রিল ২০২৩

তীব্র পানি সংকটে উপকূলের ১০ উপজেলা। লবণাক্ততা বেড়ে যাওয়ায় নিরাপদ পানির সংকট প্রকট হচ্ছে। লবণাক্ত পানি পান করে পেটের অসুখ, চর্মরোগসহ নানা রোগে সারাবছরই ভোগেন এসব এলাকার মানুষ। শুষ্ক মৌসুমে এ সংকট আরও প্রকট হয়েছে। 

চারদিকে শুধু পানি আর পানি। তবু পান করার মতো নিরাপদ পানির বড় অভাব। কষ্টে আছেন খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা, সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কালিগঞ্জ এবং বাগেরহাটের রামপাল, মোংলা ও মোড়েলগঞ্জের মানুষ।

ইউএনডিপি’র জরিপ বলছে, জলবায়ু পরিবর্তনে খুলনার চার উপজেলায় শুধু নলকূপই নয় নদী, পুকুর ও খাল-বিলে লবণাক্ততার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়েও দ্বিগুণ। 

বাগেরহাটের ৫ উপজেলার ৩ লাখ মানুষ সুপেয় পানির সংকটে। 

এলাকাবাসীরা জানান,পুকুরের পানি অনেক মানুষ ফুটিয়ে খান। ফুটিয়ে খেতে অনেক টাকা খরচ হয়ে যায়। 

সরকারি হিসেবে মোংলায় নিরাপদ পানির সংকটে ৮৫ শতাংশ মানুষ। পৌর এলাকায় খাস পুকুরগুলোও শুকিয়ে গেছে। লাইন ধরে পানি সংগ্রহের এ চিত্র নিত্যদিনের। 

এলাকাবাসীরা জানান, তিন-চার মাস ধরে কলে পানি নাই। এক থেকে দেড় ঘণ্টা পরে এক কলস পানি পাওয়া যায়। 

মোংলা পোর্ট পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, “পানির যে সমস্যা এটা নিরসনে করতে গেলে অবশ্যই পুকুর খনন করতে হবে।”

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন এলাকায় পানি সংগ্রহ করতে হয় মাইলের পর মাইল হেঁটে অথবা নৌকা বেয়ে।

এলাকাবাসীরা জানান, আমাদের যে পুকুরগুলো আছে তার পানি অত্যন্ত লবণাক্ত। টিউবওয়েল বসানো যায় না। 

সুপেয় পানির চাহিদা মেটাতে নানা পরিকল্পনার কথা বলছে প্রশাসন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, “মোবাইল গাড়িগুলো ইতিমধ্যে চলে এসেছে। বিভিন্ন ওয়ার্ডে যেয়ে যাদের সুপ্রেয় পানির অভাব তাদেরকে সরবরাহ করা হচ্ছে।”

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “বিশুদ্ধ পানি ট্যাঙ্কি বিতরণ করা হয় এবং তাতে রেইন ওয়ার্টার হার্ভেজ যুক্ত করা আছে।”

উকালিগঞ্জ পজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা বলেন, “বেশিভাগ চেষ্টা করা হয় বৃষ্টির মওসুমে সুপেয় পানি বছরব্যাপী বা যতোদিন সম্ভব যাতে সংরক্ষণ করতে পারে এবং সেটি পান করতে পারে।”

জনস্বাস্থ্য প্রকৌশলের তথ্য বলছে, খুলনার ২২ শতাংশ, বাগেরহাটের ১৫ শতাংশ এবং সাতক্ষীরার ১৩ শতাংশ মানুষ নিরাপদ পানির সংকটে রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি