ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

চারদিনের রিমান্ডে ধর্ষণ মামলার আসামি ইভান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ৭ জুলাই ২০১৭ | আপডেট: ২২:২০, ৭ জুলাই ২০১৭

রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাহাউদ্দিন ইভানকে (২৮) চারদিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকাল ৩টায় তাকে আদালতে হাজির করে বনানী থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুলতানা আক্তার তার সাতদিনের রিমান্ড চান। শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম মো. মাজহারুল ইসলামের আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আকবর আলী সাংবাদিকদের জানান, আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এখন তাকে নিয়ে থানায় ফিরছি।’

গত ৬ জুলাই বিকাল সাড়ে ৪ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার  খালার বাসা থেকে র‌্যাব-১১ ইভানকে গ্রেফতার করে। শুক্রবার (৭ জুলাই) সকালে র‌্যাব তাকে বনানী থানায় হস্তান্তর করে।

গত ৪ জুলাই বনানীতে জন্মদিনের অনুষ্ঠানে ইভান তার পূর্বপরিচিত এক তরুণীকে দাওয়াত দেয়। পরে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করা হয় বলে ওই তরুণী অভিযোগ করেন। এ অভিযোগে পরদিন ৫ জুলাই ওই তরুণী বনানী থানায় ইভানের বিরুদ্ধে মামলা করেন।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি