ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

চারা গাছের ভাসমান বাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:২১, ১৯ আগস্ট ২০১৭

পিরোজপুরের একটি খালে বহুকাল ধরে বসে নার্সারি বা চারাগাছের ভাসমান এক বাজার বসছে৷ দূরদূরান্ত থেকে পাইকাররা এ বাজারে আসেন গাছের চারা কিনতে৷ জেলার স্বরূপকাঠী উপজেলার মাহমুদকাঠী গ্রামের তিন খালের মোহনায়। এখানে প্রতি শুক্রবার বৃক্ষপ্রেমি মানুষের ভিড় জমে।


খোজ নিয়ে জানা গেছে, স্বরূপকাঠীর অপরূপ সন্ধ্যা নদী থেকে পূর্ব দিকে বহমান স্বরূপকাঠী খালের দু’পাশে কয়েকটি গ্রামের চাষীরা নার্সারি করেন। এখানকার অলঙ্কারকাঠী, মাহমুদকাঠী, সমুদয়কাঠী, আরামকাঠী, কামারকাঠী, জগন্নাথকাঠী, আকলম, আটঘর প্রভৃতি গ্রামের সর্বত্রই চাষ হয় চারা গাছের৷


মাহমুদকাঠীর ভাসমান এ বাজারটি বসে মাহমুদকাঠী গ্রামের তিন খালের মোহনায়৷ ক্রেতা-বিক্রেতাদের এ বাজারে তাই আসতে হয় নৌকাযোগে৷ পাইকারী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ছোট ছোট নৌকা বোঝাই করে চারা গাছ নিয়ে খালে উপর ঘুরে বেড়ান নার্সারি চাষীরা৷


ভাসমান এ চারা গাছের বাজার সপ্তাহের প্রতি শুক্রবার বসে৷ কাকডাকা ভোরে বাজার শুরু হয়ে সূর্যের তেজ বাড়ার আগেই হয়ে ওঠার আগেই বাজারটি শেষ হয়ে যায়৷

এ বাজার জমজমাট হয় মূলত বর্ষা মৌসুমে৷ সাধারণত আষাঢ়-কার্তিক মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণের ধুম পড়ে যায় বলে এ সময়ে বাজারটিও জমজমাট থেকে৷


দেশের অন্যান্য অঞ্চলের থেকে মাহমুদকাঠীর এ বাজারে চারা গাছের দাম অপেক্ষাকৃত অনেক কমে পাওয়া যায় বলে এ বাজারের প্রতি পাইকারদের আকর্ষণ বেশি৷ পাইকাররা এ বাজার থেকে চারাগাছি কিনে দেশের বিভিন্ন হাট-বাজারে তা বিক্রি করেন।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি