ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চারুকলায় নবান্ন উৎসবের সমাপনী অনুষ্ঠান আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নবান্ন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠান শুরু হয়। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী নবান্ন উৎসবের সমাপনী অনুষ্ঠান আজ।

এদিকে গতকাল গান, নৃত্য, কবিতা, শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে বকুলতলায় নবান্নের সঙ্গীত, বাউলগান, জারি-সারি গানসহ বিভিন্ন সঙ্গীত, নৃত্য পরিবেশন করা হয়।

উপস্থিত দর্শকদের মধ্যে পরিবেশন করা হয় মুড়ি-মুড়কিসহ বিচিত্র ধরনের পিঠা।এসবের মধ্য দিয়ে নবান্নের ঐতিহ্য তুলে ধরা হয়।

এদিকে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নবান্নোৎসব আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে এর আলোচনা পর্ব শুরু হয়।

আলোচনায় বরেণ্য কবি আসাদ চৌধুরী ছাড়াও একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা অংশ নেন। আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি