ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

চার্লসের ঝড়ো সেঞ্চুরিতে রংপুরের বড় পুঁজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ১১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২০:২১, ১১ ডিসেম্বর ২০১৭

প্রথম এলিমেটরে খুলনার বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করে রংপুর রাইডার্সকে জিতিয়েছিলেন ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হাসেনি গেইলের ব্যাট। তবে গেইলের ব্যর্থতা বুঝতেই দেননি আরেক ক্যারিবিয়ান জনসন চার্লস। ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে রংপুর রাইডার্সকে এনে ১৯২ রানের এক চ্যালেঞ্জিং স্কোর।

গতকালের ৭ ওভারে ৫৫ রান নিয়ে আজ খেলা শুরু করে রংপুর। নেমেই ঝড় তোলেন চার্লস ও ব্র্যান্ডন ম্যাককালাম। তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ১৫১ রানের জুটি। ম্যাককালামের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৭৮ রান। এই ইনিংসে মাত্র একটি চার মারেন সাবেক কিউই অধিনায়ক। তবে ছক্কা মেরেছেন ৯টি।

কুমিল্লার পক্ষে ১টি করে উইকেট নেন মেহেদী হাসান, হাসান আলী ও মোহাম্মদ সাইফুদ্দীন।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি