ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চালকবিহীন গাড়ি তৈরিতে উবারে ৫০০মিলিয়ন ডলার বিনিয়োগ টয়োটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ২৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চালকবিহীন গাড়ি তৈরিতে উবারে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে টয়োটা। এর মাধ্যমে চালকবিহীন গাড়ির প্রযুক্তি উন্নয়নে বিশ্বের সবথেকে বৃহৎ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের সাথে কাজ করবে জাপানের অটোমোবাইলস প্রতিষ্ঠান টয়োটা।

টয়োটার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে, প্রচুর পরিমাণে চালকবিহীন গাড়ি তৈরি করা। আর তৈরি করা গাড়িগুলো উবারে ব্যবহার করা হবে।

ধারণা করা হচ্ছে, চালকবিহীন গাড়ির বাজারে প্রতিপক্ষদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতেই যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান দুইটি।

টয়োটা এবং উবারের মধ্যেকার এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে উবারের মূল্য বেড়ে দাড়িয়েছে ৭২ বিলিয়ন মার্কিন ডলার। লাগাতার লোকসানের দিকে থাকার পরেও গত মে মাসের পর ১৫ শতাংশ পর্যন্ত মূল বৃদ্ধি পেলো প্রতিষ্ঠানটির।

২০২১ সালে বাজারে আসতে যাওয়া টয়োটার সিয়েনা মিনিভান মডেলেই বিনিয়োগকৃত অর্থের একটি অংশ ব্যয় করা হবে বলে ধারণা করা হচ্ছে।

টয়োটা মটো কর্পোরেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শিগেকি টমোইয়ামা জানান, “রাইড শেয়ারিং এর মতো মবিলিটি সার্ভিসের নিরাপদ সম্প্রাসারণের পথ তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি। এই চুক্তি ও বিনিয়োগ সেই কাজে এক মাইলফলক হয়ে থাকবে”।

এর আগেই অবশ্য সড়কে চালকবিহীন গাড়ি নামিয়েছিলো উবার। তবে সেবারের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় প্রতিষ্ঠানটির জন্য। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে উবারের একটি চালকবিহীন জিপ গাড়িতে এক পথচারীর মৃত্যু হলে নিজেদের সব চালকবিহীন গাড়ি সরিয়ে নেয় উবার। এমনকি অ্যারিজোনাতে কার্যক্রমই বন্ধ করে দিতে হয় প্রতিষ্ঠানটিকে।

সূত্রঃ ইন্টারনেট

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি