চালের আমদানি নির্ভরতা কমেছে(ভিডিও)
প্রকাশিত : ১১:০১, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:০৩, ৩১ অক্টোবর ২০১৮
হিলি স্থলবন্দরে চালের দাম কমেছে কেজি প্রতি ৭ থেকে ৮ টাকা। টিআর, কাবিখাসহ নানা প্রকল্পের চাল বিতরন এবং বাজারে পর্যাপ্ত পরিমানে দেশীয় চালের সরবরাহ থাকায় এক মাসের ব্যবধানে কমেছে আমদানী নির্ভরতা। এছাড়া চালের দর কমায় স্বস্তিতে সাধারণ মানুষ।
মাস খানেক আগেও হিলিতে এক কেজি আঠাশ (আটাশ) চালের কেজি ছিলো ৪২ টাকা, স্বর্না ৩৮ টাকা। বর্তমানে ক্রেতারা আঠাশ (আটাশ) চাল ৩৫ এবং স্বর্ণা পাচ্ছেন ৩২ টাকা কেজিতে।
চালের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন দিনমজুর-সহ সাধারন মানুষ।
চালের আমদানি নির্ভরতা কমাতে ২৮ শতাংশ শুল্ক নির্ধারন করে সরকার। এর ফলে বন্দর দিয়ে চাল আমদানি আগের চেয়ে কমেছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের গুদামে পর্যাপ্ত মজুদের পাশাপাশি, বাজারে সরবরাহ বাড়ায় কমেছে চালের দাম।
আরও পড়ুন