ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

চালের দাম ৪০ টাকার মধ্যে রাখার চেষ্টা চলছে : অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:৫০, ২ ডিসেম্বর ২০১৭

চালের দাম ৪০ টাকার মধ্য রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইতিমধ্যে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন। ‘অ্যাচিভিং এসজিডিস : এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি ইন বাংলাদেশ’ নামে ওই পলিসি ডায়ালগের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

আবদুল মুহিত বলেছেন, ‘অসময়ে বন্যার কারণে এবার ফসলের ক্ষতি হয়েছে। ফলে চালের দাম বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি এটাকে কমিয়ে ৪০ টাকার মধ্যে রাখতে।’

অর্থমন্ত্রী বলেন, শেষ ১৫ থেকে ২০ বছরের মধ্যে শুধু এই বছরেই আমরা খাদ্য সমস্যায় পড়েছি। অসময়ের বন্যার কারণে এবার ফসলের ক্ষতি হয়েছে। চালের দাম বেড়ে গেছে। আমরা এটাকে কমিয়ে ৪০ টাকার মধ্যে রাখার চেষ্টা করছি। ইতোমধ্যে চাল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।

এম এ মুহিত বলেন, ২০০৯ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় আমরা অভ্যন্তরীণ চাহিদাকে চাঙা করার নীতি গ্রহণ করি। যাতে বাজারে পণ্য সরবরাহ কমে না যায়। এ নীতি অবলম্বন করে আমরা দারুণ সফলতা পেয়েছি।

তিনি বলেন, বাংলাদেশে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমায় রয়েছে। দারিদ্র্য বিমোচন করা আমাদের প্রধান পলিসি। দারিদ্র্যের হার ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা খুব ভালো। বাংলাদেশের জন্য এটা সম্ভব। কারণ, শেষ আট বছরে আর প্রতিবছরই এক শতাংশ করে কমিয়েছি। আমার ধারণ আমরা ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য বিমোচন করতে পারব।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি