ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিকনদিয়া শুকিয়ে যাওয়ায় বোরো চাষাবাদ বন্ধের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১০:২৫, ১৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চিকনদিয়া নদীর পানি শুকিয়ে যাওয়ায় উপজেলার গোয়লনগর ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় সাড়ে চার হাজার বিঘা জমিতে এবার বোরো চাষাবাদ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এরিমধ্যে বন্ধ হয়ে গেছে ওই এলাকার প্রায় ২০টিরও বেশি সেচপাম্প। এ কারণে হতাশ কৃষিনির্ভর এসব গ্রামের বাসিন্দারা।

এপারে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন, ওপারে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন। মাঝখানে আড়াই কিলোমিটারের `চিকনদিয়া` নদী। ওপারের মেঘনা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে মেঘনার শাখা নদী চিকনদিয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।

প্রতিবছর চিকনদিয়া নদী থেকে সেচের মাধ্যমে গোয়ালনগর ইউনিয়নের কয়েকটি গ্রামে বোরো চাষাবাদ করা হয়। নদীতে পানি শূন্যতা দেখা দেয়ায় চলতি মৌসুমে এ এলাকায় বোরো চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় নদীনির্ভর বেশ কয়েকটি ইটভাটাও বন্ধ হয়ে গেছে।

এদিকে কৃষকদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরে নদী খননের আবেদন করেছে স্থানীয় কৃষি অফিস। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, শুকিয়ে যাওয়া জেলার সকল নদ-নদী ও খালের তালিকা করা হয়েছে।

কৃষিতে সুফল বয়ে আনতে খননের মাধ্যমে দ্রুত এসব নদী-খাল পুনরুজ্জীবিত করার দাবি কৃষকদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি