ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চিকিৎসা অবহেলায় শিশু রাইফার মৃত্যুতে সাংবাদিকদের প্রতিবাদ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ৬ জুলাই ২০১৮

বন্দর নগরী চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ম্যাক্সে চিকিৎসা অবহেলায় আড়াই বছরের শিশু রাইফার মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার রাতে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে রাইফার মৃত্যুর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক বিধান চন্দ্র রায়, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেবাশীন সেন গুপ্ত এবং ডাক্তার শুভ্র দেবকে দায়ি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।  

হাসপাতালের এমন অবহেলায় শিশুর মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। যোগ দেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকরা। তুলে ধরা হয় বৃহস্পতিবার রাতে দেয়া তদন্ত প্রতিবেদন।

সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ চিকিৎসা কার্যক্রমে ম্যাক্স হাসপাতালের দায়িত্বে অবহেলা, রোগীদের হয়রানি, অদক্ষ চিকিৎসক এবং নার্স দিয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যখাতে নৈরাজ্য বন্ধের দাবি জানান।

তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ি, দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসা কার্যক্রমে অবহেলার অভিযোগে অভিযুক্ত ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবি জানান সাংবাদিক নেতারা। তদন্ত প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ম্যাক্স হাসপাতালের ১১ ধরনের ক্রুটি চিহ্নিত করে ১৫ দিনের মধ্যে সমাধান করার নোটিশ দেয়। অন্যথায় হাসপাতাল বন্ধ করে দেয়া হবে বলেও নোটিশে জানানো হয়।

গত ২৮ জুন বিকেলে জ্বর ও গলাব্যথা নিয়ে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় সমকালের স্টাফ রিপোর্টার রুবেল খানের একমাত্র সন্তান রাফিদা খান রাইফাকে। শুক্রবার রাতে অ্যান্টিবায়োটিক দেয়ার পর খিঁচুনি বেড়ে মুখ রক্তাক্ত হয়ে যায় তার। ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ভর্তির ৩০ ঘণ্টার মধ্যে রাইফার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

ভিডিও:  

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি