ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চিটাগং ভাইকিংসের বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স

প্রকাশিত : ১৯:২৮, ২৫ জানুয়ারি ২০১৯

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনের সুপার ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। টস জিতে মাশরাফি বিন মুর্তজার দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে মুশফিকুর রহিমের দল চিটাগং।

পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ৭ ম্যাচে ৬টি জয় তুলে নিয়ে শীর্ষে আছে চিটাগং ভাইকিংস। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা রংপুর রাইডার্স ৪টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অলক কাপালির নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি