চিত্রনায়িকা পপির বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বোনের
প্রকাশিত : ২২:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ০৯:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ে ও সন্তান জন্মের খবর নিয়েও এতোদিন মুখ খোলেননি তিনি। তবে এবার নেতিবাচকভাবে সংবাদের শিরোনাম হলেন এই নায়িকা। তার বিরুদ্ধে উঠেছে জমি দখল চেষ্টার অভিযোগ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন নায়িকা পপির বোন ফিরোজা পারভীন। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জিডি'র বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলে নেয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার বাড়ির সামনে যান। এতে বাঁধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।
স্থানীয়রা জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।
কেএমপি'র এডিসি (মিডিয়া) মো. হাবীবুর রহমান বলেন, বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
এএইচ