ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিনের চিত্র প্রদর্শনীর উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ২১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে চিত্রশিল্পী এবং এসএ টিভির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীনের সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী। 

সোমবার (২০ মার্চ) বিকেলে একাডেমির ৫ নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

তিনি বলেন, শিল্পীর তুলি আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে দেশীয় সংস্কৃতি ও অগ্রযাত্রার গৌরব গাঁথা। আর ইম্প্রেশনিজম বা প্রতিচ্ছায়াবাদ আগামী প্রজন্মের শিল্পীদের মাঝে ছড়িয়ে দেয়াকে নিজের লক্ষ্য বলে জানান চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন।

ফ্লুয়িড টেকনিকে যাপিত জীবনের সূক্ষ্ম বোধগুলো শিল্পী তার ক্যানভাসে ফুটিয়েছেন অসাধারণ মুন্সিয়ানায়। কালারস অব লাইফ শিরোনামে চলা এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পীর ১০০টি চিত্রকর্ম।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিল্পীকে সঙ্গে নিয়ে একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনের পর প্রতিমন্ত্রীকে প্রদর্শনী ঘুরিয়ে দেখান চিত্রশিল্পী ও দেশের প্রথম তৃতীয় প্রজন্মের এইচ ডি চ্যানেল এসএ টিভির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীন। 

ফরিদা ইয়াসমিন পারভীন জানান, পরিবারের উৎসাহ এবং ছোট বেলা থেকে শিল্পের প্রতি অনুরাগই তাকে চিত্রশিল্পীতে হতে প্রেরণা জুগিয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মের প্রকারভেদ এবং আগামীর প্রত্যাশাও জানান তিনি।

শিল্পকলা একাডেমির ৫ নম্বর গ্যালারিতে চলা এই প্রদর্শনীর পর্দা নামবে আগামী ২৬ মার্চ জানান আয়োজকরা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি