চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে আর্থিক সহায়তা দিল বিএনপি
প্রকাশিত : ১৫:৪৪, ২৩ এপ্রিল ২০২৫

মানিকগঞ্জে চিত্র শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের পক্ষ থেকে শিল্পীর হাতে আর্থিক সহায়তা তুলেন দেন।
বুধবার সকাল ১১টার দিকে তিনি ঢাকা থেকে ছুটে যান চিত্র শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ি গড়পাড়াতে।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে রুহুল কবীর রিজভী বলেন, মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিউটের একজন মেধাবী চিত্রশিল্পী। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন দিয়েছে এটা খুবই নেক্কারজনক ঘটনা।
পরে তিনি মানবেন্দ্র ঘোষের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা তুলেন দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে গত ১৫ এপ্রিল গভীর রাতে পহেলা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় আগুনে তাঁর একটি ঘর পুড়ে যায়। এই ঘরে গচ্ছিত ছিলো মানবেন্দ্র ঘোষের প্রায় ১৫ বছরের শিল্পকর্ম।
মানবেন্দ্র ঘোষের দাবি, আগুনে তার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে ৯ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে সদর থানা পুলিশ।
এএইচ
আরও পড়ুন