ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিনিকলের বর্জ্য থেকে যুক্তরাজ্য ফেরত তরুণের গ্যাস উদ্ভাবন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ৩০ জুলাই ২০১৮ | আপডেট: ০৯:৫৪, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চিনিকলের ফেলে দেয়া বর্জ্য প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উদ্ভাবন করছেন রাজশাহীর এক তরুণ উদ্যোক্তা।

উৎপাদিত বায়োগ্যাস পরিশোধনের মাধ্যমে বাসাবাড়ির জ্বালানি ও গাড়িতে ব্যবহার করা হচ্ছে।

এছাড়া গ্যাস উৎপাদনের পর কাঁচামালের যে উচ্ছিষ্ট থাকছে তা থেকে তৈরী হচ্ছে বায়োসার।

রাজশাহীর তফিকুল ইসলাম। যুক্তরাজ্যে পড়াশোনার পাশাপাশি একটি বায়োগ্যাস কোম্পানিতে চাকরির সুযোগ পান। পরে সেখানে থেকে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে নিজেই নির্মাণ করেন ইফাত ব্যায়ো সিএনজি প্লান্ট লিমিটেড।

যেখানে কাচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে চিনিকলের প্রেসমাড বা বর্জ্য। দেশে এই প্রথম চিনিকলের প্রেসমাড থেকে তৈরী করা হচ্ছে বায়োগ্যাস।

গোবর থেকে উৎপাদিত গ্যাসের চেয়ে এর গুণগত মান ভালো। এক টন গোবরে ১৬ থেকে ২২ কিউবিক মিটার গ্যাস উৎপাদন হলেও চিনিকলের প্রেসমাড থেকে তৈরী হয় ১৫০ থেকে ২০০ কিউবিক মিটার গ্যাস। এছাড়া এখানকার বায়োসার রাসায়নিকের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী ও মাটির উর্বরতা বাড়াতেও সক্ষম।

এদিকে এই গ্যাস বাজারজাতের অনুমোদন এখনও মিলছে না।

পরীক্ষামূলকভাবে এই সার ব্যবহার ভাল ফল পাওয়া গেছে। এখন অপেক্ষা অনুমোদনের। সরকারী সহযোগীতা পেলে দেশের তরুণরাও নিজ উদ্যোগে স্বাবলম্বী হবার সম্ভবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ভিডিও: https://www.youtube.com/watch?v=LBw3dNY9rJM


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি