ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চির নিদ্রায় শায়িত সাংবাদিক এনামুল হক কাশেমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ৩১ অক্টোবর ২০১৮

চির নিদ্রায় শায়িত হলো বান্দরবানের সিনিয়র সাংবাদিক এনামুল হক কাশেমি। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় বান্দরবান জেলা শহরের হিলভিউ ক্লিনিকে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে কাশেমির বয়স হয়েছিল ৫৭বছর। তিনি দুই কন্যা, স্ত্রীসহ স্বজনদের রেখে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ১০ টার দিকে স্ট্রোক করার সাথে সাথে তাঁকে জেলা শহরের হিলভিউ ক্লিনিকে নেয়া হয়। সেখানে তিনি মারা যান। কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক আজাদীতে কর্মরত ছিলেন।

বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক জানান, আজ বিকালে শহরের ঈদগাহ মাঠে নামাজের জানাযা শেষে গৌরস্থানে তার দাফন সম্পর্ন হয়।

এদিকে এনামুল হক কাশেমির মৃত্যু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান প্রেসক্লাব,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব,রোয়াংছড়ি প্রেসক্লাব,থানচি প্রেসক্লাব, পাহাড়বার্তা পরিবার, সাংস্কৃতিক সংগঠন রিদম স্কয়ার শোক প্রকাশ করেছে।

 টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি