ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

চিরজিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরার হত্যাকারীদের বিচারের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৮:০৯, ১৮ মে ২০১৭

খাগড়াছড়ি সদরের থলিপাড়ার চিরজিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। এ’সময় বক্তারা, অবিলম্বে চিরজিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরা হত্যাকাণ্ডের মূল হোতাদের আটক করে শাস্তির দাবি জানান। গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হামলায় খুন হন চিরজিৎ ত্রিপুরা ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা। এ’সময় চিরজিৎ ত্রিপুরার স্ত্রী ও ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরার স্ত্রী গুরুতর আহত হন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি