ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার পোস্টারে প্রধানমন্ত্রীর স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ২৪ জুন ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর গণভবনে বুধবার এক অনুষ্ঠানে স্বাক্ষরের মাধ্যমে তিনটি পোস্টার উদ্বোধন করেন তিনি। এ সময় চলচ্চিত্রটির পরিচালক ও প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পাবে আগামী আগস্টে।

এ সিনেমাতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন- আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ ও জুয়েল মাহমুদ।

চলচ্চিত্রটি নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি