ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪

চিলিতে শক্তিশালী ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ১৪ ডিসেম্বর ২০২৪

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি।  যার রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২।   ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়, তবে এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।  

স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির মাউলি এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়, তবে এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০০ কিলোমিটার (৬২ দশমিক ১৪ মাইল)।  

রাজধানী সান্তিয়াগোর বাসিন্দারা জানান, শুক্রবার তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। ঘরের আসবাবপত্র এবং গাছপালা দুলছিল।

উল্লেখ্য, বিশ্বের মধ্যে অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ২০১০ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পে প্রাণ হারায় অন্তত ৫২৬ জন। এর প্রভাবে সেসময় সুনামিও সৃষ্টি হয়েছিল।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি