খুলনা সিটি নির্বাচন
চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র
প্রকাশিত : ১৪:৫৬, ২০ এপ্রিল ২০১৮
সুষ্ঠুভাবে সিটি নির্বাচন সম্পন্ন করতে খুলনায় মাঠে নেমেছে প্রশাসন। চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র। নির্বাচনী এলাকায় শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে চেকপোস্ট।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২২৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। থাকছে র্যাবের টহলও।
আইনশৃঙ্খলা রক্ষায় সিটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে এরই মধ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আঞ্চলিক নির্বাচন অফিস।
উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন।
একে// এসএইচ/
আরও পড়ুন