ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীন জুড়ে শুরু হয়েছে নতুন সংক্রমণের ঢেউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নতুন করে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে বিরাজ করছে মহামারির পরিস্থিতি।

সংবাদমাধ্যমগুলো বলছে, এই শীতে তিনটি কোভিড ঢেউ আছড়ে পড়তে চলেছে চীনে। করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ-৭’র কারণেই চীন জুড়ে শুরু হয়েছে নতুন সংক্রমণের ঢেউ। 

চীনের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের থার্মাল পরীক্ষা করা হচ্ছে। কারো মধ্যে সংক্রমণের সামান্য আঁচ পেলেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। 

এদিকে, আন্তর্জাতিক মহলের আরও উদ্বেগ বাড়িয়ে চীনের বাইরে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। 

চীনের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক প্রধান ড. মাইকেল রায়ান বলেন, দেশটির সরকারি তথ্যে স্বল্পসংখ্যক মৃত্যুর কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি উদ্বেগজনক। 

বেইজিংসহ বিভিন্ন শহরে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানান তিনি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসাস বৃহস্পতিবার বলেন, ‘‘আশা করছি, চীন এ সংক্রান্ত তথ্য দেবে এবং আমাদের সুপারিশগুলো পর্যালোচনা করে দেখবে।’’

কোভিড সংক্রমণের উৎস সম্পর্কে অনেক তথ্যই এখনও পর্যন্ত সামনে আসেনি বলে জানান ডাব্লিউএইচও প্রধান।  সে দেশের অতিমারি-পরিস্থিতি সম্পর্কে খুব সামান্য তথ্যই প্রকাশ্যে এসেছে। 

ভাইরাস বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই শীতে তিনটি কোভিড-ঢেউ আছড়ে পড়তে চলেছে চীনে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি