চীনকে গুপ্তচরবৃত্তি স্থাপনা নির্মাণের অনুমতি দিলো কিউবা
প্রকাশিত : ২৩:৫৩, ১৩ জুন ২০২৩
কিউবা তার দ্বীপে চীনকে একটি গুপ্তচরবৃত্তি অবকাঠামো নির্মাণের অনুমতি দিয়েছে। এর ফলে চীন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে ইলেকট্রনিক যোগাযোগে আড়িপাতা বা নজরদারির চালানোর সুযোগ পেতে পারে বলে জানিয়েছে সিএনএন।
একটি সূত্রের বরাতে সংবাদমা্যমটি বলছে, যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহে চীনের এসব পরিকল্পনার ব্যাপারে জানতে পেরেছে। তবে সেই গুপ্তচরবৃত্তির অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে কিনা, সেটি স্পষ্ট নয়। আরেকটি সূত্র বলছে, ওই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এখনো অবকাঠামো নির্মাণের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে এসব খবর অস্বীকার করেছেন কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও। যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক যোগাযোগের ওপর গুপ্তচরবৃত্তির চেষ্টা চীনের প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা সন্দেহভাজন গুপ্তচর বেলুন উড়ে। মনে করা হয়, সেটি সিগহন্যাল গ্রহণ করে খুব অল্প সময়ের মধ্যে বেইজিংয়ে পাঠিয়েছে।
সেসময় বেলুনটি গুলি করে নামানোর আগে যুক্তরাষ্ট্র সংবেদনশীল সাইটগুলো এবং সেন্সর গোয়েন্দা সংকেতগুলো রক্ষায় পদক্ষেপ নিয়েছিল। কিন্তু এখন কিউবায় চীনের গুপ্তচরবৃত্তির স্থাপনা নির্মাণ বন্ধ করতে যুক্তরাষ্ট্র কী করতে পারে সেটি স্পষ্ট নয়।
অন্যদিকে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি এই রিপোর্টকে অস্বীকার করে বলেছেন, “এটি সঠিক নয়। কিউবার সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে আমাদের সত্যিকারের উদ্বেগ রয়েছে। আমরা প্রথম থেকেই আমাদের গোলার্ধে এবং গোটা বিশ্বে চীনের কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন ছিলাম।”
মার্কিন এই কর্মকর্তা জানান, তারা নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং এই পদক্ষেপ মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছেন। নিজেদের ঘরে এবং প্রতিবেশী অঞ্চলে নিরাপত্তার প্রতিশ্রুতি পূরণে তারা সক্ষম, এই ব্যাপারে তারা আশাবাদী।
আরও পড়ুন