চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক চায় যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১৭:১৭, ৯ মে ২০২৩
সিঙ্গাপুরে চীনা প্রতিপক্ষের সঙ্গে আগামী মাসে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের একটি বৈঠকের পথ খুঁজছে পেন্টাগন। আগের একটি প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়েও চীনের সঙ্গে সামরিক চুক্তি পুনরায় চালু করার চেষ্টা করছে জো বাইডেন প্রশাসন। সংশ্লিষ্টদের বরাতের সূত্রে এই তথ্য জানিয়েছে জাপান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু সম্পর্কিত মার্কিন সংশ্লিষ্টদের ব্যক্তিগত আলোচনার বিষয় প্রকাশ না করতে বলা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মার্টিন মেইনার্স বলেন, তার বিভাগের কোনো বৈঠক হয়নি। তবে চীনা সামরিক নেতাদের সঙ্গে মুক্ত যোগাযোগের পথ খোলার রাখতে চায় পেন্টাগন। অন্যদিকে এই বিষয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
বেইজিং যদি পেন্টাগনের ওই প্রস্তাবে সাড়া দেয়, তবে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন শনাক্তের ঘটনাকে কেন্দ্র করে বেশ টানাপোড়েনের পর অস্টিন ও লি এর বৈঠকই হবে ঊর্ধ্বতন সর্বোচ্চ ব্যক্তি পর্যায়ের বৈঠক। যুক্তরাষ্ট্রে চীনা গোয়েন্দা বেলুন শনাক্তের ওই ঘটনায় উভয়ের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে ।
ওই সময় চীনা সমকক্ষদের সঙ্গে ফোনে কথা বলতে অস্টিন বা জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলির পক্ষে একাধিক অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু চীন সেগুলো প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের কারণে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন চাপ তৈরি হয়েছে।
অস্টিন-লি এর প্রস্তাবিত বৈঠকটি সিঙ্গাপুরের বার্ষিক নিরাপত্তা ফোরাম আইআইএসএস শাংরি-লা ডায়ালগের সাইডলাইনে অনুষ্ঠিত হবে। গত বছর একই ইভেন্টে লি এর পূর্বসূরি ওয়েই ফেংঘের সঙ্গে বৈঠক করেছিলেন অস্টিন।
সূত্র- জাপান টাইমস
আরও পড়ুন