ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনা প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ১৮ লাখ ডলার বিনিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ৩ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিকর্ন হ্যান্ডব্যাগ লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ১৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি ক্যারি ব্যাগ এবং লাগেজ তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। 

এ লক্ষ্যে আজ ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। 
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইউনিকর্ন হ্যান্ডব্যাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঝেং শুয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ১৭ লাখ পিস ব্যাকপ্যাক এবং হ্যান্ডব্যাগ, ওয়ালেট, ব্যাগ, ক্যাপ, বেল্ট এবং লাগেজ উৎপাদন করবে যেখানে ২ হাজার বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

ইউনিকর্ন হ্যান্ডব্যাগ লিমিটেডকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান আশা প্রকাশ করেন, তাদের এ বিনিয়োগ বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক মসিহ্উদ্দিন বিন মেসবাহ্ এ সময় উপস্থিত ছিলেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি