ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

চীনে আবার চালু হচ্ছে সবচেয়ে দ্রুত গতির ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ২৩ আগস্ট ২০১৭

ফুশিং নামের চীনের সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেনগুলো আবার ট্র্যাকে ফিরে আসছে। আগামী সপ্তাহ থেকে এসব ট্রেনের কয়েকটিকে চালু করবে দেশটি।

প্রসঙ্গত, এর আগে আগে দুটি ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রী মারা যাওয়ার কারণে এ ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

২০১১ সালে এই ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা প্রতি ঘণ্টায় ৩০০ কি.মি। এবার ট্রেনগুলো আরও দ্রুত গতিতে চলবে। প্রতি ঘণ্টায় ৩৫০ কি.মি. গতিবেগে চলবে এগুলো। এর ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমে যাবে।

২১ সেপ্টেম্বর থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেয়া হবে। এই ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে।

জরুরি সংকেত বেজে ওঠার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ট্রেনটির গতি কমবে, বা একেবারে থেমে যাবে। চীনের মোট রেলপথ ১৯,৯৬০ কি.মি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি