ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চীনে গ্যাস বিষক্রিয়ায় নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২ ফেব্রুয়ারি ২০১৮

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের লিউপানশুই শহরের একটি লোহা ও ইস্পাত কারখানায় গ্যাস বিষক্রিয়ায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নয় জনের মৃত্যু ও আরো দুই জন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

জানা যায়,শ্রমিকরা এসময় একটি জেনারেটর বয়লারে কাজ করছিল। ওই সময় শোউগ্যাং শিইচেং লোহা ও ইস্পাত কারখানায় হঠাৎ করে একটি গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে । এতে গ্যাষক্রিয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার কারণে তদন্ত চলছে বলে জানিয়েছেন এক ঊর্ধতন কর্মকর্তা।

সূত্র: সিনহুয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি