ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

চীনে ধসে পড়া রোডে রেল চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ১৪ এপ্রিল ২০১৮

চীনের অন্যতম ব্যস্ত রেললাইন মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উচ্যাংয়ে একটি রোডবেড মেরামত করার পর রেল চলাচল শুরু হয়েছে।  উহান রেলওয়ে ব্যুরো বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যুরো তথ্য মতে , বৃহস্পতিবার মধ্যরাতে এই ধসের ঘটনা ঘটে। এতে বেইজিং-গুয়াংঝৌ লাইনের প্রায় ২০টি সাধারণ ট্রেন আটকা পড়ে। রোডবেডটি ধসে পড়ায় রেল চলাচল বন্ধ হয়ে যায়।

পরে রেল চলাচল স্বাভাবিক করার জন্য জরুরি সংস্থার কর্মীরা দ্রুত কাজ শুরু করেন।  ১ হাজারের বেশি ইঞ্জিনিয়ার ও শ্রমিকের একটি বিশাল দল এই কাজে অংশ নেয়।

সূত্র: সিনহুয়া

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি