ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চীনে ধূলিঝড়, কয়েকটি ফ্লাইট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ৪ মে ২০১৭ | আপডেট: ২১:৫২, ৪ মে ২০১৭

চীনের বেইজিং ও উত্তরাঞ্চলে প্রচণ্ড ধূলিঝড়ে ঢেকে গেছে। এতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিলসহ শিশু ও বয়স্কদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ধূলিঝড়টি প্রতিবেশী মঙ্গোলিয়া ও চীনের অভ্যন্তরীণ এলাকা থেকে প্রবাহিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ১১ টায় আক্রান্ত অঞ্চলের বায়ুর গুণাগুন পরীক্ষা করে বেইজিং পরিবেশ এজেন্সি জানিয়েছে, প্রতি ঘনমিটারে বাতাসে দূষিত বস্তুর উপস্থিতি প্রায় ছিলো ৫শ’ মাইক্রোগ্রাম। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত সব্বোর্চ নিরাপদ মাত্রা প্রতি ঘনমিটারে ২৫ মাইক্রোগ্রাম হওয়া উচিত। কর্তৃপক্ষ জানিয়েছে বেইজিং-এ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঝড় থাকতে পারে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি