ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনে বাংলাদেশি তুহিনের ‘গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২৯ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতায় ভিডিও ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সন্তান জাহিদ হাসান তুহিন।

শিয়ান ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রেস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতা।

এতে আয়োজক হিসেবে ছিল, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং চায়নায় পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি চীনের শিয়ান আর্ট মিউজিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় মালদ্বীপে চীনা রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন, চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত হাশমি এবং কাজাখস্তানের আলমাটির চীনা কনসাল জেনারেল জিয়াং ওয়েই ভিডিওর মাধ্যমে বক্তব্য দেন।

এ সময় শিয়ান এবং দুনহুয়াং শহরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাহিদ হাসান তুহিন বর্তমানে নির্মাণাধীন পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র 'এনার্জি চায়না টিপিসি'তে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন লেখালেখি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে তার তিনটি একক বই।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি