চীনে মে মাসে করোনা শনাক্তের হার ৪০ শতাংশ
প্রকাশিত : ২২:৫৮, ১৩ জুন ২০২৩
চলতি বছরের মে মাসে চীনে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, মে মাসে করোনা শনাক্তের হার গত বছরের শেষ দিকে সর্বোচ্চ শনাক্তের কাছাকাছি পৌঁছে যায়। করোনা সংক্রান্ত চীন সরকারের সাপ্তাহিক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
গত রোববার চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিলের পর থেকে চীন জুড়ে হাসপাতালগুলোতে কোভিড-১৯ শনাক্ত হওয়া লোকের সংখ্যা পাঁচগুণেরও বেশি বেড়েছে। আর মে মাসের শেষে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ শতাংশেরও বেশি হয়।
গত বছরের শেষ দিকে বেইজিংয়ের আকস্মিক বিধিনিষেধ প্রত্যাহারের ফলে করোনার নতুন ঢেউ শুরু হয়েছিল, কিন্তু তারপর চলতি বছরের জানুয়ারির শুরু থেকে সংক্রমণের এই স্তরটি দেখা যায়নি। সেই সময় প্রতি পাঁচজনের মধ্যে তিনজনের শরীরে করোনা শনাক্তে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
এ ছাড়া চীনে গত মে মাসে করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত ২৭৭৭ জনের অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছায়। এই পরিসংখ্যানকেও মাসের পরিক্রমায় যে পরিস্থিতি খারাপ হচ্ছে তার ইঙ্গিত মনে করা হচ্ছে। ইতিমধ্যে চীনে ওমিক্রন ধরনের এক্সবিবি উপধরন ফের সংক্রমণ ছড়াচ্ছে।
সিডিসির তথ্যতে অবশ্য এটাও বলা হয়েছে, মে মাসের শেষে গিয়ে করোনার এই পুনরুত্থানের গতি হারাতে শুরু করেছে। কারণ শেষের দিকে কোভিড -১৯ শনাক্তের হার আগের সপ্তাহের তুলনায় অনেক বেশি হ্রাস পেয়েছে।
সূত্র : দ্য স্ট্র্যাইটস টাইম
কেআই//
আরও পড়ুন